
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মো. শাজাহান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারিয়ারহাট পৌরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাজাহান কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বটতলা ইউনিয়নের বাসিন্দা মৃত **ওহাব মিয়ার** ছেলে। তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল্লা আল মামুন জানান, মো. শাজাহান কুমিল্লা থেকে মোটরসাইকেলে করে চট্টগ্রামে তার কর্মস্থলে যাচ্ছিলেন।
ওসি আবদুল্লা আল মামুন বলেন, “পথে বারিয়ারহাট পৌর বাজারের দক্ষিণ ইউটার্নে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মো. শাজাহান নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।”
তিনি আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে শাজাহানের লাশ হস্তান্তর করা হবে।
