
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কক্সবাজারের পেকুয়া উপজেলার শিক্ষার্থী মোহাম্মদ শাওন।
বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের এই খেলোয়াড় ‘সম্প্রীতি শিক্ষার্থী জোট’ এর প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন।
মোহাম্মদ শাওন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি পেকুয়া সরকারি জি.এম.সি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি পাস করেন।
বিশ্ববিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড় ও একজন অ্যাথলেট হিসেবে শাওন ক্যাম্পাসে পরিচিত মুখ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে মোহাম্মদ শাওন বলেন, “আমি একজন বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলোয়াড় ও অ্যাথলেট। স্কুল থেকে শুরু করে আজ পর্যন্ত আমি ক্রীড়ার সঙ্গে একাত্ম ছিলাম। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনে কাজ করার অসীম সম্ভাবনা আছে। তাই শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্রীড়া চেতনাকে জাগ্রত করতে আমি কাজ করতে চাই।”
আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। পেকুয়ার মাতবর পাড়া গ্রাম থেকে উঠে আসা শাওনের এই অংশগ্রহণকে স্থানীয়রা গর্ব হিসেবে দেখছেন।
