দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে অপশক্তি: হাটহাজারীতে মীর হেলাল


আসন্ন শারদীয় দুর্গাপূজায় ‘অপশক্তি’ বিশৃঙ্খলা সৃষ্টির পথ বেছে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি দলীয় নেতাকর্মী ও সনাতন সম্প্রদায়ের সকলকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবলার আহ্বান জানিয়েছেন।

শনিবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর হেলাল বলেন, “গত দেড় দশক ধরে ফ্যাসিস্ট হাসিনা ও আওয়ামী লীগ নানান কায়দায় দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার খেলা খেলেছে। মানুষকে গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। এই অপশক্তি বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে অতীতে যেভাবে ছিনিমিনি খেলেছে, তা আর কোনোদিন এই মাটিতে হতে দেওয়া হবে না।”

তিনি শহীদ জিয়াউর রহমানের দর্শনের কথা উল্লেখ করে বলেন, “দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশী। এই জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে পতিত স্বৈরশাসক শেখ হাসিনা রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল। এবার জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতিকে একটি বৈষম্যহীন, সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ উপহার দেবে।”

হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লায়ন মাস্টার অশোক কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব পার্থ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের জেলা সহ-সভাপতি বাবলু দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা আহ্বায়ক উত্তম কুমার দাশসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।