ফটিকছড়িতে ৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা, ৯ জনকে মরণোত্তর সম্মাননা


চট্টগ্রামের ফটিকছড়ির হেঁয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের চারজন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং প্রয়াত সাতজন শিক্ষক ও দুজন কর্মচারীকে মরণোত্তর সম্মাননা জানানো হয়েছে।

শনিবার বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সহকর্মীরা তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনাপ্রাপ্ত অবসর গ্রহণকারী শিক্ষকরা হলেন শংকর কুমার চক্রবর্তী, নুরুল করিম, মো. জাকির হোসেন এবং মো. শহিদ উল্ল্যাহ। তাদের ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।

একই অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা জানানো হয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আবদুচ ছালাম, সাবেক প্রধান শিক্ষক নির্মল চন্দ্র সান্দার, সাবেক শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, মো. মোশারফ হোসেন, নুর মোহাম্মদ আল কাদেরী, তপন কুমার দাস, মো. সিরাজুল ইসলাম এবং অফিস সহায়ক আবদুল মোতালেব ও মো. ইউসুফ আলী নান্নু-কে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শফিউল আলমের সভাপতিত্বে এবং অধ্যাপক হাসান মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের নিষ্ঠা ও বিদ্যালয়ের উন্নয়নে তাদের অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে শিক্ষক সংগঠনের নেতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সংবর্ধিত ও প্রয়াত শিক্ষকদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন। শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন ও স্মৃতিময় সমাবেশে পরিণত হয়।