সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে ইন্টারপোলকে জানাতে আদালতের নির্দেশ

সাইফুজ্জামান চৌধুরী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান এই আদেশ দেন।

এই আদেশ এমন এক সময়ে এলো, যখন সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের খোঁজে তার স্ত্রীর গাড়িচালকের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক।

এর আগে শনিবার দিবাগত রাতে কর্ণফুলী উপজেলায় সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক মো. ইলিয়াস তালুকদারের বাড়িতে অভিযান চালিয়ে এসব নথি জব্দ করা হয়।

দুদক কর্মকর্তারা জানান, সাইফুজ্জামান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে সম্পদ অর্জন এবং ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি তার দুই সহযোগী উৎপল পাল ও আবদুল আজিজকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই চালক ইলিয়াসের বাড়িতে অভিযান চালানো হয়।

দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান এর আগে জানিয়েছিলেন, তারা চারটি দেশে সাইফুজ্জামান চৌধুরীর বাড়ির তথ্য পাওয়ার পর এখন আরও নতুন পাঁচটি দেশে তার বাড়ির সন্ধান পেয়েছেন। চালকের বাড়ি থেকে জব্দ করা নথিতে এ সংক্রান্ত তথ্য থাকতে পারে বলে তারা ধারণা করছেন।

সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশে সম্পদ অর্জনের অভিযোগের পাশাপাশি ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা চলমান রয়েছে। গত বছরের ৭ অক্টোবর আদালত এক আদেশে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিল।