হাটহাজারীতে ব্যবসায়ীর বাড়িতে গুলি: আরও একজন গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় ফখরুল ইসলাম চৌধুরী রাব্বি (২৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে ফটিকছড়ি উপজেলার ধুরুং ইউনিয়নের রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করা হলো।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ঘটনায় জড়িত ফখরুল ইসলাম চৌধুরী রাব্বিসহ এ পর্যন্ত মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”

এর আগে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মানিক (২৪) নামে আরেকজনকে ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথ জানান, গ্রেপ্তার রাব্বিকে রোববার আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, গত আগস্ট মাসে হাটহাজারীর মেখল ইউনিয়নের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়িতে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল একটি চক্র। চাঁদা না দেওয়ায় দুটি মোটরসাইকেলে করে এসে ছয়জন মুখোশধারী যুবক তার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

এতে ভবনের জানালার কাঁচ ও দেয়ালে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও তাজা গুলিসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।

ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, গুলির ঘটনার পর দুষ্কৃতকারীরা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলে এবং যোগাযোগ না করলে পরিবারের সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

পরে বাড়ির তত্ত্বাবধায়ক মো. নুর নবী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।