মহেশখালীতে ভাতিজার গুলিতে চাচা নিহত


কক্সবাজারের মহেশখালীতে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার গুলিতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রোববার রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শাহাদাত হোসেন দোয়েল (৪৯) ওই ইউনিয়নের মৃত ফজল হকের ছেলে। অভিযুক্ত সাদ্দাম একই গোষ্ঠীর মৃত ছিদ্দিক আহমেদ মাতব্বরের সন্তান। তাঁরা দুজনই সম্পর্কে চাচা ভাতিজা হন।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় শাহাদাত হোসেনকে উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, পারিবারিক জমি নিয়ে শাহাদাতের বড় ভাই লোকমানের সঙ্গে সাদ্দামের কথা কাটাকাটি হচ্ছিল। এসময় শাহাদাত ‘বেয়াদবি না করতে’ বললে সাদ্দাম ক্ষিপ্ত হয়ে চলে যায়।

“পরে রাতে সাদ্দাম চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে এসে পেছন থেকে চাচা শাহাদাতকে গুলি করে পালিয়ে যায়,” বলেন ওসি মঞ্জুরুল হক।

আহত অবস্থায় শাহাদাতকে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে এবং পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, অভিযুক্ত সাদ্দামসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।