ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের ডাকাতি, মুক্তিপণ চেয়ে ২ মোটরসাইকেল আরোহী অপহরণ


কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে আবারও ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলের দুই আরোহীকে জিম্মি করে তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে ডাকাতরা।

সোমবার সকাল ১০টার দিকে সড়কের হিমছড়ি ঢালা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

অপহৃতরা হলেন- ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্কুরের ছেলে মোক্তার আহমদ (৩০) এবং চরপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৬)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, মোক্তার ও হেলাল মোটরসাইকেলে করে ঈদগড় থেকে ঈদগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। ‘ডাকাতির হটস্পট’ হিসেবে পরিচিত হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত তাদের পথরোধ করে। পরে ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে পাশের পাহাড়ে নিয়ে যায়।

পরে অপহৃতদের একজনের মোবাইল ফোন থেকে ফোন করে তাদের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে।

ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, অপহৃতদের উদ্ধার এবং ডাকাতদের গ্রেপ্তারে ঈদগড় পুলিশ ক্যাম্পকে সঙ্গে নিয়ে অভিযান শুরু হয়েছে।