চাকসু নির্বাচন: ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, ২১ জনই নারী


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন, যাদের মধ্যে ২১ জনই নারী।

রোববার রাতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাওয়া প্রার্থীদের মধ্যে সম্পাদকীয় পদে ১৫ জন এবং নির্বাহী সদস্য পদে ৯ জন রয়েছেন। তাদের অধিকাংশই নারী হলগুলোর বিভিন্ন পদের প্রার্থী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নবাব ফয়জুন্নেছা হল সংসদে ১১ জন, শামসুন্নাহার হলে সাতজন এবং প্রীতিলতা হলে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন।

এছাড়া ছেলেদের শাহজালাল হলে একজন, বিজয় চব্বিশ হলে একজন এবং শিল্পী রশীদ চৌধুরী হোস্টেলে দুজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
অন্যদিকে, শামসুন্নাহার হল সংসদের ক্রীড়া সম্পাদক পদে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় পদটি শূন্য থাকছে।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “যে পদটি ফাঁকা থাকবে, সেটি ছাড়াই সংসদ চলবে। অন্য কোনো উপায়ে এ পদ পূরণের সুযোগ নেই।”

তিনি আরও জানান, কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বিভিন্ন ত্রুটির কারণে বাতিলের সম্ভাবনা রয়েছে। তবে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, চাকসু, হল ও হোস্টেল সংসদ মিলিয়ে মোট ৯৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসুতে ৪২৯ জন এবং হল ও হোস্টেল সংসদে ৫০২ জন।

কেন্দ্রীয় ছাত্র সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে ২৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২১ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।