
নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।
সোমবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত, হামদ ও নাতে রাসূল পরিবেশনের পর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী।
সহকারী শিক্ষক মো. এমরান আলীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন নাজিরহাট জে এম আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ খুরশীদ আলম। বিশেষ বক্তা ছিলেন বিদ্যালয়ের সাবেক হেড মাওলানা আবু তাহের আল কাদেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজিরহাট জে এম আহমদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. সোয়াইব এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য সাংবাদিক এস এম আক্কাছ।
প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, “প্রতিবছরের মতো এবারও অত্যন্ত সুচারুভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।”
অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহানারা বেগম, তিলক কুমার বৈদ্য, মো. মোরশেদ উদ্দীন, মো. মহিম উদ্দিন, পারভেজ সোবহান, টিকলু দাশ, মজিদুল ইসলাম, সাইফুল ইসলাম, জান্নাতুন নাঈম, জাকিয়া মীম ও ওমর ফারুকসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ খুরশীদ আলম। পরে উপস্থিত সবার মাঝে তবারুক বিতরণ করা হয়।
