হাটহাজারীতে ফুটপাত দখল, ৪ ব্যক্তিকে জরিমানা


চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় যানজট নিরসনে অভিযান চালিয়ে ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে চার ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার কাচারি সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আবদুল্লাহ আল মুমিন।

তিনি জানান, অভিযানের সময় সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া ফুটপাত দখল করে যানজট সৃষ্টির দায়ে চার ব্যক্তিকে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও আবদুল্লাহ আল মুমিন বলেন, “হাটহাজারী পৌরসভার যানজট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যানজট নিরসনে দেওয়া নির্দেশনা যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে রোববার রাতে কাচারি সড়কে সরকারি রাস্তার ওপর বালু রেখে যান চলাচলে বাধা সৃষ্টির দায়ে মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে তিনি জানান।

অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।