
চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রী সেজে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ৮ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. রিয়াজ উদ্দিন (৩৬) হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের জামাল উদ্দিনের ছেলে।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম জানান, রোববার রাত ১০টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনী বটতল এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অ্যাশ রঙের প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-ঘ-৩৯-৪৬৫৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী হিসেবে বসে থাকা রিয়াজের স্কুল ব্যাগে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
