
খাগড়াছড়ির দীঘিনালায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দণ্ডিত মো. ফজর আলীকে সোমবার গভীর রাতে উপজেলার মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, ফজর আলী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল মোশাররফ হোসেন নামে এক ব্যক্তিকে ট্রাক্টর কেনা-বেচার কথা বলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেন ফজর আলী। হত্যার পর লাশ রিং টিউবওয়েলের ভেতরে ফেলে রাখা হয়।
ওই ঘটনায় ফজর আলীকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিনে বেরিয়ে পলাতক হন। পরবর্তীতে মামলার রায়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ।
ওসি মো. জাকারিয়া আরও জানান, গ্রেপ্তার ফজর আলীকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
