
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন; এ ঘটনায় মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আশরাফ আলীকে (২৮) মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।
এর আগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের সিকদারপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রহমত উল্লাহ (৪৮) ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জমিজমা ও ইট ভাঙার মজুরি নিয়ে প্রতিবেশী রেজাউলের পরিবারের সঙ্গে রহমত উল্লাহর বিরোধ ছিল। সোমবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজাউলের পরিবারের সদস্যরা লাঠি ও ছুরি নিয়ে রহমতের ওপর হামলা চালায়।
এ সময় রহমতের পেটে ছুরিকাঘাত করা হলে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
