হাটহাজারীতে মাদকসেবীদের কারাদণ্ড, চালককে জরিমানা


চট্টগ্রামের হাটহাজারীতে মাদক সেবন করে জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে তিন যুবককে কারাদণ্ড এবং যানজট সৃষ্টির দায়ে এক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার পৃথক অভিযানে এই দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।

তিনি জানান, সোমবার দুপুরে উপজেলার চৌধুরীহাট এলাকায় অভিযান চালিয়ে নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিঘ্নিত করার অভিযোগে তিনজনকে ৫ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডিতরা হলেন চৌধুরীহাট এলাকার বাপ্পী দাশ ও পরিতোষ ধর এবং ফতেয়াবাদ এলাকার রাজেন্দ্রনাথ সরকার।

এর আগে একই দিন সকালে উপজেলার বড়দিঘীর পাড় এলাকায় অননুমোদিত স্থানে গাড়ি রেখে যানজট সৃষ্টির দায়ে মো. হানিফ (৪৫) নামে এক চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, হাটহাজারীর সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।