এনসিপি নেতা আখতারের ওপর হামলা: চট্টগ্রামে দলটির বিক্ষোভ, ফখরুলকে পাল্টা বার্তা


নিউইয়র্কে দলের সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের রাজপথে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের পাশাপাশি ‘পতিত স্বৈরাচারের’ বিচারের দাবিও জানান দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এই হামলা কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত হামলা এবং সরকার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

এনসিপির চট্টগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন সম্প্রতি একটি বিদেশি গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, “তাঁরা বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আমরা বলছি, আগে সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। আমরা রাজপথ থেকে উঠে আসা মানুষ, আমাদের ভয় দেখাবেন না।”

এর আগে সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাও ছিলেন।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ এরফানুল হক, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মহিউদ্দিন জিলানী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক ইরফাত ইব্রাহীম, যুগ্ম আহ্বায়ক মো. আতাউল্লাহ আফফান এবং সদস্যসচিব আবু নাঈম মো. মোস্তফা রিমান।