রাঙ্গুনিয়ায় যুবককে গলা কেটে হত্যা, ঘরের কাছেই মিলল লাশ


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মো. খোরশেদ আলম (২৮) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল তালুকদার পাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি নিহতের বাড়ি থেকে মাত্র ৭০ ফুট দূরে অবস্থিত।

নিহত খোরশেদ আলম ওই এলাকার আবদুল খালেকের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, রাতে চিৎকার শুনে তারা ছুটে গিয়ে মসজিদের পাশে খোরশেদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। তার লাশের পাশে দুটি বিস্কুটের প্যাকেটও পড়ে ছিল।

নিহতের স্ত্রী ইমু আক্তার (২০) জানান, তার স্বামী প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান থেকে বিস্কুট নিয়ে বাড়ি ফিরছিলেন। ইমু আক্তার বলেন, “রাত ৯টার দিকে হঠাৎ চিৎকার শুনে জানালা দিয়ে তাকিয়ে দেখি দুই ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জানতে পারি, মসজিদের পাশে আমার স্বামীর মরদেহ পড়ে আছে।”

স্থানীয় ইউপি সদস্য নুরজাহান জানান, খোরশেদ আলম প্রায় তিন বছর আগে বিয়ে করেন। তার অন্য ভাইয়েরা প্রবাসে থাকেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।”