
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।
বুধবার সকালে উপজেলার লালানগর ইউনিয়নের চাঁদের টিলা এলাকায় এ ঘটনায় মো. শহিদুল হক নামে এক ব্যক্তির টিন ও বেড়ার তৈরি চার কক্ষের ঘরটি ভস্মীভূত হয়।
স্থানীয় বাসিন্দা ফোরকান জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসে খবর পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তার আগেই ঘরের সব আসবাবপত্রসহ পুরো ঘরটি পুড়ে যায়। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় দেড় থেকে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাহেদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেললেও পুরো ঘরটি পুড়ে যায়।”
ভুক্তভোগী মো. শহিদুল হকের পরিবারের সদস্যরা এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন।
