রাঙ্গুনিয়ায় ‘ধানের শীষে’ ভোট চাইলেন বিএনপি নেতা কুতুবউদ্দিন


বিএনপির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা জনগণের কাছে তুলে ধরে ‘ধানের শীষে’ ভোট চেয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার।

বুধবার উপজেলার শিলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ ভোট প্রার্থনা করেন।

লিফলেট বিতরণের সময় অধ্যাপক কুতুবউদ্দিন বাহার বলেন, “ধানের শীষ তারেক রহমানের প্রতীক, ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক। আগামী জাতীয় নির্বাচনে সকলে ধানের শীষে ভোট দিয়ে এ প্রতীককে জয়ী করবেন—এই প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “ধানের শীষকে ভোট দিলে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে, তার সবকিছুই এই লিফলেটে উল্লেখ রয়েছে।”

কর্মসূচিতে কুতুবউদ্দিন বাহারের সঙ্গে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।