
অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সাতকানিয়া থানার মো. জাহেদুল ইসলাম।
একই সঙ্গে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী থানা হিসেবে স্বীকৃতি পেয়েছে সাতকানিয়া থানা।
বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।
পুলিশ জানায়, ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সাতকানিয়া উপজেলায় দায়িত্ব নেওয়ার পর থেকে ওসি জাহেদুল ইসলাম অপরাধ দমন এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার অভিযানে সাফল্য দেখিয়েছেন। গত আগস্ট মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, “এই সম্মাননা সাতকানিয়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
