ফটিকছড়িতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু


চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মো. নাহিদুল ইসলাম (১৫) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভূজপুর থানাধীন বাগানবাজার জামে মসজিদ পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদুল ইসলাম বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার কামাল হোসেনের ছেলে এবং বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী ইমাম উদ্দিন নুরী বলেন, “নাহিদুল অত্যন্ত ভদ্র, মেধাবী ও নম্র একজন ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে পুরো এলাকা এবং বিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।”

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর নাহিদুল ও তার বন্ধুরা মিলে পাশের পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে গেলে সহপাঠীরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে পার্শ্ববর্তী খাগড়াছড়ির রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এসে তাকে উদ্ধার করে।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিশান্ত বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূজপুর থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”