
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) পরিচালক পদের নির্বাচনে প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রায় অর্ধেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
৭১ জন মনোনয়নপত্র জমা দিলেও বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩৫ জনের মনোনয়ন বাতিল হওয়ায় বৃহস্পতিবার সকালে চেম্বারের নোটিশ বোর্ডে ৩৬ জনের বৈধ তালিকা প্রকাশ করা হয়।
চেম্বার সূত্র জানায়, এবার মনোনয়নপত্রের সঙ্গে কর, ভ্যাট পরিশোধের সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং ঋণখেলাপি কি না, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল।
যাচাই-বাছাইয়ে দেখা যায়, বাদ পড়া ৩৫ জনের বেশিরভাগেরই সিআইবি প্রতিবেদন, পুলিশ ক্লিয়ারেন্স অথবা ভ্যাট রিটার্নের कागजात জমা পড়েনি। এর মধ্যে চারজনের সিআইবি প্রতিবেদন ইতিবাচক না থাকায়, অর্থাৎ ঋণখেলাপি হওয়ায়, তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
চট্টগ্রাম চেম্বারের সহকারী সচিব মোহাম্মদ তারেক জানান, সাধারণ শ্রেণিতে ৪৮টি মনোনয়নের মধ্যে ২৪টি, সহযোগী শ্রেণিতে ১৭টির মধ্যে ৯টি এবং ট্রেড গ্রুপে ৩টির সবকটি মনোনয়ন বৈধ হয়েছে। তবে টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে জমা পড়া তিনটি মনোনয়নের একটিও বৈধ হয়নি।
মোহাম্মদ তারেক আরও জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন বোর্ডের কাছে আপিল করার সুযোগ পাবেন। চূড়ান্ত প্রার্থীদের তালিকা আগামী ৫ অক্টোবর প্রকাশ করা হবে।
