ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, চূড়ান্ত প্রস্তুতি চলছে


আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের দুই মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্যই আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। রমজানের আগে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা জোরেশোরে নিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা কারও কোনো কথায় চলতে চাই না, বিবেকের তাড়নায় ও আইনকানুন মতো চলতে চাই। কোনো বাঁকা পথে নয়, কাউকে কোনো ফেভার করার জন্য নয়, আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই।”

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও সেনা মোতায়েন

নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে জানিয়ে সিইসি বলেন, “রাজনীতিবিদরা চাচ্ছেন যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড হয়। সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে, সেই ব্যবস্থাটা আমরা ইনশাআল্লাহ করে দেব এবং সর্বশক্তি নিয়োগ করব।”

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে তিনি বলেন, “আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্বাচনে এক লাখ আর্মি মাঠে থাকবে। আপনারা তো দেখছেন, আর্মিকে আমরা নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য আরপিওতে প্রস্তাব দিয়েছি। সুতরাং, আমি খুব কনফিডেন্ট যে, আপনারা যে ভয় পাচ্ছেন, সেই ভয় করার কোনো কারণ নেই।”

পিআর পদ্ধতি ও এনসিপির প্রতীক

আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে না জানিয়ে এএমএম নাসির উদ্দিন বলেন, “পিআর তো আরপিও-তে নেই। আইন না বদলালে তো আমি এটা করতে পারি না।”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চাওয়ার বিষয়ে তিনি বলেন, “যেকোনো দল চিঠি দিতে পারে। চিঠি নিয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এনসিপি নেতার ‘শাপলা প্রতীক ছাড়া নির্বাচন কীভাবে হয় আমরা দেখব’—এমন বক্তব্যকে হুমকি মনে করেন না জানিয়ে সিইসি বলেন, “রাজনীতিবিদরা অনেক কথা বলতে পারেন। আমরা শ্রোতা। আমরা আমাদের কাজ আইন মোতাবেক করব।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ

নির্বাচনের আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসা হবে কিনা—এমন প্রশ্নে সিইসি জানান, ইসি প্রথমে নাগরিক সমাজ, নারী প্রতিনিধি, শিক্ষাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে বসবে। এরপর শেষের দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে যাবে।

প্রবাসীদের ভোট

সাম্প্রতিক কানাডা সফরের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, আইটি সাপোর্টের মাধ্যমে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নেওয়া হবে। তিনি বলেন, “ইসির প্রতি যে অনাস্থা আছে, সেটা ফিরিয়ে আনা দরকার।”