
চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার বড়লিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে হৃৎরোগ, মেডিসিন, শিশু ও চর্মরোগসহ বিভিন্ন বিষয়ে শত শত নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা দেন বিশেষজ্ঞরা।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফরিদুল আলমের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে ডা. ফরিদুল আলম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কল্যাণে আমরা সবসময় জনগণের পাশে আছি এবং এ ধারা অব্যাহত থাকবে।”
তিনি জানান, ভবিষ্যতে পটিয়ার অন্যান্য ইউনিয়নেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হবে।
বড়লিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ জসীম উদ্দিন, নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন এবং স্থানীয় মসজিদ কমিটির সভাপতি গাজী মুহাম্মদ ইকবাল।
অনুষ্ঠানে মুহাম্মদ জসীম উদ্দিন, সাদেক হোসেন, আনোয়ার হোসেন এবং গাজী মুহাম্মদ ইকবাল তাদের বক্তব্যে এমন জনকল্যাণমূলক আয়োজনের প্রশংসা করেন।
