
চট্টগ্রামের ফটিকছড়িতে মোহাম্মদ ইমন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মধ্য হারুয়ালছড়ি গ্রামের বিমান চত্বরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ইমন ওই এলাকার ভ্যেরন্না পাড়ার ফকির আহমেদের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে ইমন ঘর থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সকালে তার বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
ভুজপুর থানার ওসি (তদন্ত) মো. নুরুল আলম বলেন, “খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মো. নুরুল আলম আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়টি তদন্তের পর বলা যাবে।
