নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে ফটিকছড়িতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ


গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে উপজেলার বিবিরহাট এলাকায় আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এর আগে বিক্ষোভ মিছিলটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

ফটিকছড়ি উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সোলায়মান সালমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য সচিব মো. হাসান তারেক।

বক্তব্যের সময় মো. হাসান তারেক এবং অন্যান্য বক্তারা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্য সচিব এম এ ইউছুপ, হাটহাজারী গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. শোয়েব ও সদস্য সচিব রণি চৌধুরী, পরিষদের যুগ্ম আহ্বায়ক এম এ করিম, হাটহাজারী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সংগঠক কে এম সাজ্জাদ, চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মুন্সি এম এ দাউদ, সদস্য সচিব গাজী মো. আমানউল্লাহ, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আবু সাঈদ, পরিষদের সভাপতি রেজাউল হাসান জুনায়েদ এবং কক্সবাজার জেলা গণ অধিকার পরিষদের সদস্য সরোয়ার আলম কুতুবী।