
চট্টগ্রামের সাতকানিয়ায় নিখোঁজ হওয়ার প্রায় ৩৮ ঘণ্টা পর ইয়াছিন আরাফাত নামের এক মাদ্রাসাছাত্রের লাশ একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, শনিবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকার ইছামতি খালে ১৩ বছর বয়সী ওই কিশোরের ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
ইয়াছিন দক্ষিণ চরপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সে স্থানীয় খালিদ বিন ওয়ালিদ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
পরিবারের সদস্যরা লাশটি ইয়াছিনের বলে শনাক্ত করেছেন।
ইয়াছিনের চাচা মো. মহিউদ্দিন মিন্টু জানান, প্রায় এক মাস আগে তারা ঢাকা থেকে গ্রামে ফিরে আসেন। ১২ দিন আগে ইয়াছিনকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। কিন্তু মাদ্রাসায় যাওয়ার পর থেকে সে কয়েকবার পালানোর চেষ্টা করে।
তার ধারণা, বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা থেকে পালিয়ে ইয়াছিন খালে ঝাঁপ দিয়েছিল। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।
বৃহস্পতিবার নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্য ও মাদ্রাসার শিক্ষকরা তাকে খুঁজে পাচ্ছিলেন না।
ওসি জাহেদুল ইসলাম বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
