রাউজানে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী নিহত


চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিলে মো. এমরান চৌধুরী নামে হাটহাজারীর এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাউজান উপজেলার গিরিছায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৫৪ বছর বয়সী এমরান চৌধুরী হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের জমাদার বাড়ির প্রয়াত ফজু মিয়ার ছেলে।

স্বজনরা জানান, এমরান চৌধুরী সবজি কেনার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে রাঙামাটির ঘাগড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিরিছায়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি সড়কের পাশের ডিভাইডারে ধাক্কা খায়। এতে বাহনটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং এমরান চৌধুরী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই নেজাম চৌধুরী ও ভাতিজা মো. নুরুন নবী চৌধুরী নুরু জানান, এমরান চৌধুরী তিন ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন। কাতারে থাকা তার সন্তানেরা দেশে ফেরার পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ওসি মোহাম্মদ উল্লাহ বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।