
কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ‘স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন-২৫’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার প্রতিষ্ঠানটির প্রাতিষ্ঠানিক পর্বের এই প্রতিযোগিতায় চারটি ট্রেডের মোট ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশ নেয়।
এতে প্রথম স্থান অধিকার করে “ওয়ারলেস মোবাইল এন্ড ইলেকট্রিক কার চেইঞ্জিং সিস্টেম” নামের একটি প্রকল্প। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে “অটোমেটিক ডিস্টেন্স মেজার এন্ড ডিসপ্লে মেজার উইথ এলার্ট সিস্টেম” এবং “আর্ক ওয়েল্ডিং ইউজিং ইলেক্ট্রোলাইট সিস্টেম” শীর্ষক উদ্ভাবন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা অধিদপ্তরের ‘এসেট’ প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।
ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী জ্যোতি কর খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নাই। আগামী সমৃদ্ধ ও বেকারমুক্ত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষা অগ্রণী ভূমিকা পালন করবে।”
আয়োজকরা জানান, দেশব্যাপী ২২৭টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এবারই প্রথম এ আয়োজন করা হলো। প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর এবং জাতীয় পর্ব ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে।
