বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম, হাটহাজারীতে যুবককে হত্যাচেষ্টা


চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে মো. মঈনউদ্দিন শিবলু (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিবলু ওই এলাকার প্রয়াত জামাল মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় শিবলুর মোবাইল ফোনে একটি কল আসলে তিনি বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পরই বাড়ির পাশে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, আহত শিবলু একজন ‘চিহ্নিত মাদক ব্যবসায়ী’ এবং এর আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মো. নেজাম উদ্দিন জানান, শিবলুর বড় ভাই বাবুল তাকে ফোনে ঘটনাটি জানিয়েছেন, তবে কারা হামলা করেছে তা তিনি জানেন না। এ বিষয়ে জানতে বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া শনিবার গভীর রাতে জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে থানা পুলিশকে তখনো পর্যন্ত কেউ অবহিত করেনি। তিনি বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”