
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি গ্রামীণ সড়কে বাঁশের বেড়া দিয়ে শতাধিক পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার পাইন্দং ইউনিয়নের কাজী বাড়ি সড়কে এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো গত পাঁচ দিন ধরে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে।
ভুক্তভোগীরা জানান, প্রতিদিন স্কুল-কলেজ, হাট-বাজারসহ নিত্যপ্রয়োজনীয় কাজে তারা এই রাস্তাটি ব্যবহার করেন। কিন্তু পাঁচ দিন আগে স্থানীয় বাসিন্দা কাজী মোহাম্মদ তাহের ও ওসমাগ গণি হাসেমসহ কয়েকজন মিলে সড়কটি বন্ধ করে দেন।
ভুক্তভোগী কাজী মোহাম্মদ ভুট্টু বলেন, “হঠাৎ করে সড়কটি বন্ধ করে দেওয়ায় ছোট-বড় কোনো গাড়ি নিয়েই আমরা আসা-যাওয়া করতে পারছি না। অনেকটাই আটকা পড়েছি।”
আরেক বাসিন্দা কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, “এটি আমাদের বসতবাড়ির একমাত্র চলাচলের সড়ক। বর্তমানে বাজার করা বা সন্তানদের স্কুল-কলেজে পাঠানোও সম্ভব হচ্ছে না। শতাধিক পরিবার এক প্রকার মানবেতর জীবনযাপন করছে।”
তবে অভিযোগের বিষয়ে কাজী মোহাম্মদ তাহের বলেন, “সড়কের পাশের জমিজমা আমাদের পৈত্রিক। আমার নবম শ্রেণিতে পড়ুয়া সন্তানকে এই সড়ক ধরে হাঁটা-চলাতে বাধা দেওয়া হয়। তাই বাঁশের বেড়া দিয়েছি।” তিনি ভুট্টু ও কামালদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকার কথাও উল্লেখ করেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ জানান, বিষয়টি তাদের জানা নেই। তিনি বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “এভাবে যাতায়াতের সড়ক অবরুদ্ধ করা চরম অন্যায়। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
