সাংবাদিক আহমদ উল্লাহর নানীর মৃত্যু


পটিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আহমদ উল্লাহর নানী নুরুন্নেছা বেগম (৭০) মারা গেছেন।

রোববার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নুরুন্নেছা বেগম পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পিডিবি কর্মকর্তা শেখ মুহাম্মদ ওবায়দুল হক চৌধুরীর স্ত্রী।

তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী এবং হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর ছোট বোন।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুন্নেছা বেগম ১৯৫৫ সালে বাঁশখালী উপজেলার খান বাহাদুর বদি আহমদ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তিন ছেলে ও সাত মেয়ের মা।

রোববার আসরের নামাজের পর উপজেলার চরকানাই গ্রামের সফর আলী জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

তার মৃত্যুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পটিয়ার সাবেক সংসদ সদস্য গাজী মুহাম্মদ শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামসহ স্থানীয় রাজনৈতিক নেতারা শোক জানিয়েছেন।