নয়াদিল্লী : জেলা পর্যায়ে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়লেন ভারতের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার আন্তঃজেলা টুর্নামেন্টে প্রতিপক্ষ আমরেলির বিপক্ষে খেলতে এক ওভারে ছয় ছক্কা মারেন জামনগরের হয়ে খেলতে নামা জাদেজা। ওপেনার হিসেবে খেলতে নেমে শেষ পর্যন্ত ১৫টি চার এবং ১০টি ছক্কায় ৬৯ বলে ১৫৪ রান করেন জাদেজা।
জাদেজা বিধ্বংসী ইনিংসের কল্যাণে আমরেলিকে ১২১ রানের বিশাল ব্যবধানে হারায় জামনগর।
