দুর্গাপূজা উপলক্ষে ফটিকছড়ির চা-বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির কর্ণফুলী চা-বাগানে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‘চট্টগ্রাম কমিউনিটি প্যারামেডিক ঐক্য পরিষদে’র উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

মঙ্গলবার সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার নিশ্চিত করতে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। কমিউনিটি প্যারামেডিকরা প্রত্যন্ত অঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

কর্ণফুলী চা বাগান মেডিকেলের কমিউনিটি প্যারামেডিক জহিন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সরওয়ার হোসেন, কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক শাফি আহমেদ খান, নেপচুন টি এস্টেটের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন এবং সাংবাদিক মোহাম্মদ সেলিম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরঞ্জন নাথ মন্টু, বিপ্লব কুমার দে, আলাউদ্দিন, এস এম কামরুজ্জামান এবং চট্টগ্রাম কমিউনিটি প্যারামেডিক ঐক্য পরিষদের সভাপতি জহিন চাকমা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ ইকবাল হোসেন, তথাগত চৌধুরী, মফিজু রহমান, মিল্টন দাস ও মাহবুবা সিদ্দিকা এ্যানি।