আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল জুতা তৈরি, সাতকানিয়ায় কারখানাকে জরিমানা


আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল জুতা তৈরির দায়ে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় ‘লোটাস ফুটওয়্যার’ নামের ওই প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান জানান, প্রতিষ্ঠানটি অ্যাডিডাস, নাইকি ও বাটার মতো সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নিম্নমানের জুতা তৈরি ও বাজারজাত করছিল।

তিনি বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বাজারে ভেজাল ও নকল পণ্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।”

ইউএনও খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তারা বলছেন, এ ধরনের পদক্ষেপে ভোক্তাদের স্বার্থ রক্ষা হবে।