
চট্টগ্রামের হাটহাজারীতে টাকা ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২১ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. আনোয়ার হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরের এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মামলা দায়ের করলে মঙ্গলবার গভীর রাতে অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে হাটহাজারী থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আনোয়ার হোসেন ভুক্তভোগী তরুণী সালমাকে (ছদ্মনাম) টাকা ও বিস্কুট দেওয়ার কথা বলে নিজের বাসায় ডেকে নেয়। পরে সেখানে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগীর বাবা সবুর (ছদ্মনাম) বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নামে এবং মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে শাহ আমানত কলোনি থেকে অভিযুক্ত আনোয়ারকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া বলেন, “অভিযোগ পাওয়ার পরপরই আমরা ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করি এবং অভিযুক্তকে আটক করতে সক্ষম হই। আটক আনোয়ারকে আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হয়েছে।”
