সীতাকুণ্ডে রিকশা ছিনতাইয়ে কিশোরকে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ২


চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাটারিচালিত একটি রিকশা ছিনতাইয়ের জন্য হাবিবুর রহমান জিহাদ নামের এক কিশোরকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হাবিবুর রহমান জিহাদের বয়স ১৫ বছর। তার বাড়ি সন্দ্বীপের মুছাপুর এলাকায় হলেও সে তার মা ও ভাইয়ের সঙ্গে সীতাকুণ্ড পৌরসভার গোডাউন সড়ক এলাকায় বসবাস করত। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল জিহাদ। পরিবারকে সহায়তা করার জন্য रात्री বেলা রিকশা চালাত সে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মো. বাপ্পী ও মো. রাজীব নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ছিনতাইকারীরা যাত্রী সেজে মঙ্গলবার রাতে জিহাদের রিকশায় ওঠে। পথে তারা রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জিহাদ বাধা দেয়। তখন তারা ধারালো অস্ত্র দিয়ে জিহাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে হত্যা করে এবং রিকশা নিয়ে পালিয়ে যায়।

ওসি মজিবুর রহমান আরও বলেন, “আটক মো. বাপ্পী ও মো. রাজীব রিকশাটি একটি গ্যারেজে বিক্রি করতে গেলে গ্যারেজ মালিকের সন্দেহ হয় এবং তিনি তাদের আটকে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাদের গণপিটুনি দিলে তারা রিকশা ছিনতাই ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে নিজেদের হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত হওয়ায় মো. বাপ্পীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. বাপ্পী ও মো. রাজীব রিকশাটি সীতাকুণ্ডের কদমরসুল এলাকার একটি গ্যারেজে মাত্র ১০ হাজার টাকায় বিক্রি করতে চেয়েছিল। কম দামে রিকশা বিক্রি করতে চাওয়ায় গ্যারেজ মালিকের সন্দেহ হয়। তিনি রিকশার পেছনে থাকা মালিকের মোবাইল নম্বরে ফোন করলে মালিক চালক হাবিবুর রহমান জিহাদের খোঁজ নেন। এসময় গ্যারেজ মালিক চালকের বিষয়ে জানতে চাইলে বাপ্পী ও রাজীবের আচরণ সন্দেহজনক মনে হয়। তখন স্থানীয় লোকজন তাদের ধরে ফেলেন এবং মারধর করেন।