পটিয়ায় রিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাত


চট্টগ্রামের পটিয়ায় রিকশা ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক চালককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুচক্রদণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত সাখাওয়াত হোসেনকে (২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাখাওয়াত হোসেন চন্দনাইশ উপজেলার পশ্চিম ধোপাছড়ী গ্রামের কালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, যাত্রী নামিয়ে ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী সাখাওয়াতের রিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, সাখাওয়াতের গলায় গভীর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কাউকে আটক করা যায়নি। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”