চবিতে শহীদ বেদিতে ছাত্রদলকে ফুল দিতে দেয়নি ছাত্রলীগ

চবি: বাধার কারণে বিজয় দিবসে শহীদ বেদিতে ফুল দিতে পারেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তাদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিস্তবকের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিস্তবকে ফুল দিতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ফুলের তোড়া কেড়ে নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম বলেন, বিজয় দিবসে শহীদ বেদিতে আমরা ফুল দিতে গেলে তারা ফুল কেড়ে নেয়। এ সময় আমাদের কর্মীদের মারধর করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বাতিল কমিটির উপ-গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল টিপু বলেন, শিক্ষকদের বাসে হামলাসহ বিভিন্ন মৌলবাদী ঘটনা ঘটিয়েছিল তারা। এ কারণে ছাত্রলীগের ছোট ভাইরা তাদের পুষ্পস্তবক অর্পন করতে দেয়নি। তবে মারধরের কোন ঘটনা ঘটেনি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ আক্তারুজ্জামান বলেন, ফুল দেওয়ার সময় ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে দুই দলের মধ্যে হাতাহাতি হয়। আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।