
চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে পুকুর ভরাটের সময় অভিযান চালিয়ে মোহাম্মদ ফরিদ (৪২) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ঘটনাস্থল থেকে পুকুর ভরাটের কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর জব্দ করা হয়।
শুক্রবার মধ্যরাতে উপজেলা সদরের মিয়ার বাজারের পাশে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, দুটি স্কেভেটর দিয়ে বালু ফেলে একটি জলাশয় ভরাট করা হচ্ছে, যা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সুস্পষ্ট লঙ্ঘন।
মো. ওমর সানী আকন বলেন, “ঘটনাস্থল থেকে মোহাম্মদ ফরিদকে আটক করা হয়। দোষ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
