রাঙ্গুনিয়ায় তাহফিজুল কোরআন মাদ্রাসার যাত্রা শুরু


চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ‘মারখাজুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা’ নামে একটি নতুন হাফেজি মাদ্রাসার যাত্রা শুরু হয়েছে।

শনিবার সকালে উপজেলার ধামাইরহাট এলাকায় ফিতা কেটে মাদ্রাসাটির উদ্বোধন করা হয়। পরে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা কোরআনের শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

সমাজসেবক খাজা গিয়াস উদ্দিন ছালেকীর সভাপতিত্বে এবং কাজী মুহাম্মদ আলমগীর ও অ্যাডভোকেট ফরহাদুল আলম জুয়েলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম শায়েখ আল্লামা সায়দ হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সায়দ হোসাইন বলেন, “পবিত্র কোরআনের শিক্ষা ছাড়া কোনো জাতি আলোকিত হতে পারে না। এই মাদ্রাসা এলাকার মানুষকে আল্লাহর কিতাবের সাথে সংযুক্ত করার পথ খুলে দেবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান মুরাদ। প্রধান আলোচক ছিলেন আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মাওলানা জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি ছিলেন প্রবীণ আলেম আল্লামা সুলতান আহমদ।

মাদ্রাসার পরিচালক মাওলানা হাফেজ মুফতি আনাস স্বাগত বক্তব্য দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মুহাম্মদ শওখত হোসাইন, মাওলানা শাহ আলম, সরওয়ার হোসাইন, জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, সরওয়ার আলম, মুহাম্মদ মুছা, মীর আজিজুর রহমান, অ্যাডভোকেট আজিম উদ্দিন লাভলু, সেলিম, রফিক, আনোয়ার, হারুন, আজিজুল হক, হুমায়ুন কবির এবং ইঞ্জিনিয়ার আরিফ হাসান চৌধুরী।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের পর নতুন শিক্ষার্থীদের ছবক প্রদান করা হয়।