
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
একই সঙ্গে হামলাকারীদের আইনের আওতায় আনা না হলে ‘কঠোর কর্মসূচি’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
রোববার এক যৌথ বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, “সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু ঘৃণ্যই নয়, ন্যাক্কারজনক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”
বিবৃতিতে রিয়াজ হায়দার চৌধুরী ও সবুর শুভ আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এর আগে রোববার সকালে জঙ্গল সলিমপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরাপারসন পারভেজ রহমান।
আহতরা জানান, ৫০-৬০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, গাছের টুকরো ও পাথর দিয়ে তাদের মাথায়, মুখে ও পিঠে আঘাত করে। এ সময় তাদের ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।
গুরুতর আহত হোসাইন জিয়াদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে এবং পারভেজ রহমান ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার জঙ্গল সলিমপুর এলাকায় ইয়াসিন ও রোকন-গফুর পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনার ফলোআপ সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তারা।
