মিরসরাই সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্বোধন


চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।

‘ছোট ফরিঙ্গা’ নামের এই বিওপিটি রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনে ১২তম বিওপি হিসেবে রোববার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিওপিটি উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “এই বিওপি স্থাপনের ফলে সীমান্তে অর্পিত দায়িত্ব আগের চেয়ে অনেক বেশি সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করা সম্ভব হবে। এটি মাদক, অবৈধ অস্ত্র পাচার ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান এবং রামগড় জোন কমান্ডার ও ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।

প্রধান অতিথি সোহেল আহমেদ, সেক্টর কমান্ডার মো. মিজানুর রহমান এবং জোন কমান্ডার মো. আহসান উল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা জোরদার করতেই এই নতুন বিওপি স্থাপন করা হয়েছে।