সাংবাদিকদের ওপর হামলা: ২৪ ঘণ্টার আল্টিমেটাম, চট্টগ্রামে বিক্ষোভ


চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিক ও তাদের গাড়িচালকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন)।

রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।

বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর এ হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছুই নয়। একটি প্রভাবশালী চক্র সংবাদমাধ্যমকে ভয় দেখিয়ে সত্য প্রকাশ ঠেকাতে চায়।”

এর আগে রোববার সকালে জঙ্গল সলিমপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, ক্যামেরাপারসন মো. পারভেজ রহমান এবং তাদের গাড়িচালক মাহাবুব আলম।

সংগঠনের সদস্য আরিচ আহমদ শাহর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এ কে আজাদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মো. শাহনেওয়াজ, ম. শামসুল ইসলাম, চৌধুরী ফরিদ, গোলাম মাওলা মুরাদ, শাহনেওয়াজ রিটন, আলমগীর সবুজ, তৌহিদুল আলম, আলিউর রহমান, ফখরুল ইসলাম, হাজেরা শিউলি, এমদাদুল হক, সৈয়দ তাম্মিম মাহমুদ, আকরাম হোসাইন, শফিক আহমেদ সাজিব প্রমুখ।