
আসন্ন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) নির্বাচনে ২৪টি পরিচালক পদের মধ্যে ৬টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
রোববার নির্বাচনের বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বাকি ১৮টি পদের বিপরীতে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া পরিচালকরা হলেন ট্রেড গ্রুপের মোহাম্মদ আকতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক ও এসএম সাইফুল আলম এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের আবসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন ও মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ।
নির্বাচন বোর্ডের তালিকা অনুযায়ী, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট সদস্য গ্রুপে। অর্ডিনারি গ্রুপের ১২টি পরিচালক পদের জন্য ৪১ জন এবং অ্যাসোসিয়েট গ্রুপের ৬টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেম্বারের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, “চেম্বারের বহু প্রতীক্ষিত নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং সংশ্লিষ্ট সবাই যেন সহযোগিতা করেন, সেই প্রত্যাশা করি।”
আগামী ১ নভেম্বর চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালক পদের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
