ভুজপুরে যুবকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে ‘রহস্য’


চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে মো. কামরুল হাসান কাউসার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

সোমবার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর এলাকার নিজ বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা হামিদা বেগমকে থানায় নিয়েছে পুলিশ।

নিহত কামরুল ওই এলাকার পন্ডিত বাড়ির প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।

নিহতের মা হামিদা বেগম পুলিশকে জানান, তার ছেলে কামরুল মাদকাসক্ত ছিল এবং এলাকার কয়েকজনের সঙ্গে তার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে রোববার পার্শ্ববর্তী মির্জারহাটে তাকে মারধর করা হয়। সোমবার সকালে তিনি ছেলের বিছানায় রক্তমাখা ও কাটা-ছেঁড়ার চিহ্নসহ নিথর দেহ দেখতে পান।

তবে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, আর্থিক লেনদেনের জের ধরে মারাত্মক হামলার শিকার হয়েই কামরুলের মৃত্যু হতে পারে। তারা বিষয়টি তদন্তের জন্য পুলিশের কাছে দাবি জানিয়েছেন।

ভূজপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি মাহবুবুল আলম বলেন, “স্থানীয়দের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”