
দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে দেওয়া প্রথম সাক্ষাৎকারে নির্বাচনের আগেই দেশে ফেরার এবং ভোটে অংশ নেওয়ার সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময় তিনি তাদের মাঝেই থাকতে চান।
বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের নেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসবো।”
নির্বাচনের আগে ফিরবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।”
‘গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড জনগণ’
জুলাই গণঅভ্যুত্থানে তাকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে আখ্যা দেওয়া হলেও তারেক রহমান তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, “এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো দল বা ব্যক্তি নয়, এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ।”
তিনি আন্দোলনে ছাত্র, কৃষক, শ্রমিক, গৃহিণীসহ দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের অবদানের কথা স্মরণ করেন।
নির্বাচন ও জোটের রাজনীতি
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রাখার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচন চেয়েছিল, কারণ এর মাধ্যমে দেশে স্থিতিশীলতা আসবে।
নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে তিনি জানান, যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৬৪টি দলের সকলের মতামত নিয়েই তারা ‘রাষ্ট্র পুনর্গঠন’ করতে চান। জামায়াতে ইসলামীর পৃথক জোট গঠনকে কোনো হুমকি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, “নির্বাচনে প্রতিযোগিতা থাকতেই পারে। এতে উদ্বেগের কিছু নেই।”
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গ
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিষয়ে বিএনপির অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান তার মা খালেদা জিয়ার অসুস্থতা এবং ভাইয়ের মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, “এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা।”
দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে তিনি বলেন, “দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। এ বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ।”
সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করবে।
