সাংবাদিকদের ওপর হামলা: ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে রাজপথে সাংবাদিকরা


সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

নগরীর কাজীর দেউড়িতে কর্ণফুলী টাওয়ারে কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে সোমবার বিকেলে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য প্রকাশের পথ বন্ধ করার চেষ্টা। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই এবং ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তারা আরও বলেন, “রাষ্ট্র ও প্রশাসনকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে নামবে।”

এর আগে রোববার সকালে জঙ্গল সলিমপুরে দুই গ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজ।

হামলায় তাদের মারধর করা হয় এবং ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়। গুরুতর আহত হোসাইন জিয়াদ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

সোমবারের মানববন্ধনে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, ফটোসাংবাদিক ও টেলিভিশন কর্মীরা অংশ নেন।