হাটহাজারীতে মাদ্রাসা মাঠ থেকে ধারালো অস্ত্রসহ আটক ২


চট্টগ্রামের হাটহাজারীতে ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার বিকেলে উপজেলার হাটহাজারী বড় মাদ্রাসা মাঠ থেকে মো. সালাম (১৭) ও মো. রাতুল ইসলাম (১৬) নামে ওই দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি ধারালো দা উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে ওই দুই যুবককে ধারালো দা হাতে মাদ্রাসা মাঠে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তারা তাদের আটক করেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

আটক মো. সালাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলীপুরের প্রয়াত আ. কাশেমের ছেলে এবং মো. রাতুল ইসলাম ২ নম্বর ওয়ার্ডের রঙ্গীপাড়ার রফিক মিয়ার ছেলে।

হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “স্থানীয়রা দুজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”