ডেঙ্গু জ্বরে আরও দু’জনের মৃত্যু, নতুন করে ৭২৫ জন হাসপাতালে ভর্তি

Dengue
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের প্রাণ গেছে। তারা দু’জনই নারী এবং ঢাকার বাসিন্দা।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২১৭ জনএ দাঁড়ালো।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সবমিলিয় এ বছর মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪০৪ জন হলো।